‘মীরজাফর’ তকমাধারী শুভেন্দু অধিকারীর হাত ধরে ঠিক বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। কিন্তু শুধুমাত্র তৃণমূল থেকে ভাঙিয়ে গেরুয়া শিবিরে তাঁকে নেওয়ার পর থেকে কার্যত পাত্তা দেয়নি বিজেপি। ভোটের প্রচার দূরে থাক, দলের কোনো বৈঠকেও ডাকা হয়নি সুনীল মণ্ডলকে।
এর সঙ্গে গোদের উপর বিষফোড়ার মত গত কিছুদিন ধরেই তৃণমূলের পক্ষ থেকে লোকসভার অধ্যক্ষের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং সুনীল মন্ডলের সাংসদ পদ খারিজ করার জন্য। গতকাল লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার ফোন করেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। এর পরেই লোকসভার অধ্যক্ষ খুব তাড়াতাড়ি নতুন কমিটি গঠন করে তৃণমূল থেকে বিজেপি শিবিরের নাম লেখানো শিশির অধিকারী এবং সুনীল মন্ডলের শুনানি করে তাঁদের সাংসদ পদ খারিজ করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানান সুদীপ।
এরপরেই আতান্তরে পড়েন সুনীল বাবু। রীতিমতো আতঙ্কিত হয়ে গতকাল প্রায় রাতভর তৃণমূলের একাধিক শীর্ষ নেতা কে নাকি ফোন করে আবেদন নিবেদন করে গিয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে কোন শর্তে নাকি তিনি দলের কাছে ক্ষমা চেয়ে তৃণমূলের ফিরে আসতে চান। তবে এই নিয়ে এখন কোনো বিবৃতি পাওয়া যায়নি তৃণমূলের পক্ষ থেকে। সুনীল মণ্ডল নিজেও এখনও অবধি প্রকাশ্যে কিছু বলেননি। তবে সাংসদ পদ খারিজের ভয় যে তিনি বেশ ভালোমতোই পেয়েছেন, তেমনটাই খবর তৃণমূলের অন্দরে।