শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করতে মরিয়া তৃণমূল শিবির। এদিকে, মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। এই প্রেক্ষাপটে শিশির অধিকারীর প্রসঙ্গ টেনে বিজেপি-কে কটাক্ষ করছে শাসকদল। এমন পরিপ্রেক্ষিতে এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, শিশির অধিকারী বিজেপিতে যোগই দেননি। শুধুমাত্র সমর্থন করেছেন।
এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী কোনও দলে যোগ দিয়েছেন বলে জানা নেই। আমাদের দলের হয়ে ভাষণ দিয়েছেন, জানা নেই। তাঁরা সমর্থন করেছেন’। দিলীপের এই মন্তব্য ঘিরে নয়া চর্চা রাজ্য রাজনীতিতে।
উল্লেখ্য, বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে ২১ মার্চ এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারী। বিজেপিতে যোগদানের আগে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারংবার ক্ষোভপ্রকাশ করেছেন ৭৯ বছর বয়সী এই রাজনৈতিক নেতা। বিজেপিতে যোগ দিয়ে শিশির বলেছেন, ‘অত্যাচারীদের হাত থেকে বাংলাকে বাঁচান। আমরা আপনাদের পাশে রয়েছি। আমাদের পরিবার আপনাদের পাশে রয়েছে।’ জয় শ্রী রাম, জয় ভারত স্লোগানও দেন তিনি’।
যদিও বিজেপির প্রতীকে সেভাবে শিশির অধিকারীকে সক্রিয়ভাবে দেখা যায়নি। কিছুদিন আগে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। মুকুল রায়ের দলত্যাগ ঘিরে যখন তুঙ্গে রাজনৈতিক তরজা, সেই আবহে শিশির অধিকারীকে নিয়ে যে দাবি দিলীপ করলেন, তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।