একুশের ভোটেই প্রমাণিত তাঁর নেতৃত্ব। নিজের যোগ্যতার বলেই এখন তাঁর ব্যাপ্তি জাতীয় রাজনীতিতেও। সদ্যই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। কিন্তু দলের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি পরিবারের দিকেও সমান নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অসুস্থ মা এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেলেই মাকে দেখতে হাসপাতালে ছুটলেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে।
মঙ্গলবার সকালে হাঁটুর সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় অভিষেকের মাকে। ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক রাকেশ প্রামাণিক তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এদিন বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ এসএসকেএমে যান অভিষেক। সেখানে ১৫ মিনিট মতো ছিলেন তিনি।