আগামী শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে জোরকদমে প্রস্তুতি চলছে ভারতীয় দলের। গতকাল আজিয়াস বোল সংলগ্ন মাঠেই প্রস্তুতি চলল। মাঠে নামার আগে মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মাকে নিয়ে অধিনায়ক বিরাট কোহলি একটি ছবি টুইট করেন। রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা ও ঋষভ পন্থকে নিয়ে আর একটি ছবি গণমাধ্যমে পোস্ট করেন যশপ্রীত বুমরাও। ছবি পোস্ট করে ভারত অধিনায়ক লেখেন, ‘‘প্রত্যেক দিনই এই জোরে বোলাররা অনুশীলনে দাপট দেখিয়ে চলেছে।’’ বুমরা লেখেন, ‘‘দারুণ একটি প্রস্তুতির পরে প্রত্যেকের মেজাজ ফুরফুরে।’’
উল্লেখ্য, আগামী ১৮ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত বছর পরে টেস্ট খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। সোমবার তাই টেস্ট বিশেষজ্ঞ অজিঙ্ক রাহানের পরামর্শ নিতে দেখা গেল হরমনপ্রীত কৌরদের। পরে সাংবাদিক বৈঠকে এসে তিনি জানিয়ে যান, রাহানের পরামর্শ নিয়েই মাঠে নামবে দল। তিনি বলেছেন, ‘‘লাল বলের ক্রিকেটে আমার অভিজ্ঞতা খুবই কম। শুধুমাত্র দু’টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে।’’ যোগ করেন, ‘‘এত দিন পরে টেস্ট খেলতে নামার আগে অজিঙ্ক রাহানের পরামর্শ পেয়ে আমরা আপ্লুত।’’