আগামী ১৮ জুন, শুক্রবার থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যদি জিততে পারে বিরাট কোহলির টিম, তাহলে সারা বিশ্ব মেনে নেবে তাঁদের প্রাধান্য। এদিকে, ওই ম্যাচ জিতলে ট্রফির পাশাপাশি ১.৬ মিলিয়ন ডলারও পাবেন বিরাটরা। ভারতীয় টাকায় যা প্রায় ১২ কোটি। আর রানার্স হলে, মিলবে প্রায় ৬ কোটি টাকা।
বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি চালু করেছে আইসিসি। গত দেড় বছর ধরে চলা এই টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাদা পোশাক আর লাল বলের ক্রিকেটের প্রতি অনুরাগ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। এটা মাথায় রেখেই আগামী দিনেও টেস্ট ক্রিকেটকে আরও ছড়ানোর চেষ্টা করছে আইসিসি। তাই এবার পুরষ্কার মূল্য ঘোষণা করা হলো।
তবে ভারত-নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে পুরো আর্থিক পুরস্কার ভাগাভাগি হয়ে যাবে দুই টিমের মধ্যে। যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বিরাট ও উইলিয়ামসনদের। অবশ্য তৃতীয় থেকে নবম টিম পর্যন্ত, এই টুর্নামেন্টে খেলা প্রত্যেকটি দেশই পাবে আর্থিক পুরস্কার। এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় টিম। সাউদাম্পটনে পৌঁছনোর পর কোয়ারেন্টাইন কাটিয়ে বিরাটরা নেমে পড়েছেন প্র্যাক্টিসে।