নির্বাচনে হারের পরেই কঙ্কালটা বেরিয়ে পড়ছে বিজেপির। একদিকে যেমন বুথস্তরের সংগঠন না থাকার দুর্বলতা প্রকাশ হয়ে পড়ছে, অন্যদিকে তৃণমূলের হামলায় আহত হওয়ার কর্মীদের পাশে না দাঁড়ানো অভিযোগও প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেই ঘটনাকে রিটুইট করে দলের অন্তর্কলহকে ফের সামনে এনেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এদিন তথাগত রায় বিজেপি কর্মী দিবাকর দেবনাথের একটি ছবি রিটুইট করেন। সেখানে ওই বিজেপি কর্মী লেখেন, তিনি দুই পা বাড়িয়ে রেখেছিলাম। হয়তো তাদের মতো কর্মীদের দরকার নেই তাই বার বার ফোন কেটে দিয়েছেন। এইসব নেতারা তৃণমূলের থেকে আসা নেতাদের খুশি করতে ব্যস্ত তাই তাদের কথা শোনার সময় নেই। তাহলে তারা কেনো ওইসব নেতাদের নেতা মনে করে জীবন হাতে নিয়ে লড়াই করবেন, প্রশ্ন করেন ওই কর্মী। সঙ্গে তিনি হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশটও দেন। যেখানে দেখা যাচ্ছে, ১৩ জুন রাতে তাঁর ওপর হামলার বিষয়টি তিনি শুভেন্দু অধিকারীকে জানিয়ে বলেছিলেন, কথা বলতে চান। কিন্তু শুভেন্দু অধিকারী তাতে কোনও উত্তর দেননি বলে অভিযোগ। পরে ওই কর্মী লেখেন, তৃণমূলের লোকেরা শুভেন্দু অধিকারীর ওপরে দোষ দিচ্ছে। কিন্তু হামলা করেছিল তারাই। তবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সম্পর্কে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর অনুগামীদের সঙ্গে দিলীপ ঘোষের অনুগামীদের ঝামেলার জেরেই এই ঘটনা।
বিজেপি কর্মী দিবাকর দেবনাথ অপর একটি টুইটে বিজেপির আইনজীবী তথা এবারের নির্বাচনে এন্টালির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রসঙ্গ টেনেছেন। সেখানে বলেছেন উনি নাকি ঘড়ছাড়া বিজেপি কর্মীদের জন্য হাইকোর্ট লড়াই করছেন, হাইকোর্টের অর্ডারে সবকর্মীদের ঘরে ফেরাতে পুলিশ নিরাপত্তা দেবে। কিন্তু ১০ জুন বনগাঁয় বাড়িতে ঢুকে ৩ বিজেপি কর্মীকে পেটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের দায় কেউ নেয়নি।