আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই আগামী ১৮ জুন সাউদাম্পটনে টেস্ট ক্রিকেটের দুই সেরা দলের মধ্যে খেতাব জয়ের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হবে। সেখানে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তবে তার আগে নিজেদের সফরের কথা তুলে ধরে, ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে বলছেন, ভারতীয় ক্রিকেটাররা অনেক চড়াই উতরাই পেরিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। এ বার শুধু ইতিহাস গড়ার পালা। ভারতকে বর্ডার-গাভাসকর ট্রফি জেতানো রাহানের গলায় ফুটে উঠছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসের সুর।
বিরাটের ডেপুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফরের কথা তুলে ধরতে গিয়ে বিসিসিআইয়ের এক সাক্ষাৎকারে বলেছেন, “২ বছর ধরে আমরা একটানা ক্রিকেট খেলে এসেছি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে তার ফলই আমারা পেয়েছি। এই সফরটা এতটাও সহজ ছিল না। কারণ টেস্ট ক্রিকেটের প্রতিটা ম্যাচে সেরাটা দিতে হয়েছে। সব মিলিয়ে যখন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সফর শুরু করেছিলাম আমরা। এই পুরো সফরে দলগত পারফরম্যান্সই আমাদের এগিয়ে নিয়ে এসেছে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ।”