এবার রাজ্যের পরিবহন দফতরের অন্তর্গত ভেসেলগুলির মেরামতের কাজ করার পরিকল্পনা নিল শালিমার ওয়ার্কস। সোমবার হাওড়া শালিমার ওয়ার্কস পরিদর্শনের পর এ কথা জানান রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই সংস্থা। প্রাথমিক ভাবে পরিকল্পনা করা হয়েছে, রাজ্য সরকারের অন্তর্গত যে সমস্ত ভেসেল রয়েছে সেগুলির মেরামতির কাজ করা হবে শালিমার ওয়ার্কস থেকে। এতদিন পর্যন্ত রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত ভেসেল কোনও না কোনও বেসরকারি সংস্থায় গিয়ে মেরামত করা হতো। এবার থেকে সেটা আর হবে না।
পাশাপাশি ফিরহাদের বক্তব্য, শুধুমাত্র নিজেদের ভেসেল মেরামতি করাই নয়, বিভিন্ন সংস্থার কিংবা কেন্দ্রীয় সরকারের ভেসেলের যে বরাত রয়েছে সেগুলি নিয়েও ভেসেল নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরেই ভারতীয় নৌবাহিনী জাহাজ নির্মাণের কাজ করে আসছে এই সংস্থা। আগামী দিনে যাতে আরো বেশি পরিমাণে বরাত পাওয়া যেতে পারে সেই দিকেও নজর দেওয়া হবে। দীর্ঘদিনের এই সংস্থার পুনরুজ্জীবনেও বিশেষ নজর দিতে চাইছে রাজ্য সরকার।