বাংলায় ১ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠক করে সোমবার এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। যদিও ট্রেন-বাস এখনই চালু হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনই লোকাল ট্রেন, মেট্রো বা সরকারি- বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে না৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য খুচরো বাজার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে৷ অন্যান্য সমস্ত দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত৷ পঞ্চাংশ শতাংশ বসার জায়গা নিয়ে চালু করা যাবে রেস্তোরাঁ এবং পানশালা৷ ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে শপিং মল।
প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকারও অনুমতি দেওয়া হয়েছে। তবে সেটা দুটি ডোজ় ভ্যাকসিনেশন হওয়ার পরই। আগের নিয়ম মতোই আপাতত স্পা, জিম এবং মাল্টিপ্লেক্স ও সিনেমা হল বন্ধ থাকবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। আপাতকালীন পরিস্থিতি বাদে ঘর থেকে বেরোন যাবে না। বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। কর্মীরা কীভাবে অফিস যাবেন, পরিবহণের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট অফিস।