বিধানসভা ভোটে ভরাডুবির পর একদিকে যখন গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা, বারবারই সামনে এসে পড়ছে নেতৃত্বের মধ্যে কলহ। তখন অন্যদিকে ভাঙন অব্যাহত দলে। এবার যেমন মালদার হরিশ্চন্দ্রপুরে গেরুয়া শিবিরে ভাঙন ধরল। হরিশ্চন্দ্রপুর ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন।
হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল চন্দ্র সাহা। এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য আদিত্য মিশ্র, হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান, তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। বর্তমানে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত। এই যোগদানের পর তৃণমূল নেতৃত্বের দাবি, ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত তাঁরা দখল করবেন।
এদিকে তৃণমূলে যোগ দিয়েই অমল চন্দ্র সাহা বলেন, ‘তৃণমূলে যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। এই দল মা মাটি মানুষের দল। মানুষের জন্য কাজ করে। বিজেপি শুধু ভেদাভেদের রাজনীতি করে। ওখানে থাকতে পারছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করব।’ তৃণমূল জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন, ‘অতি শীঘ্রই কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত আমরা দখল করব। কারণ কিছুদিন আগে এই পঞ্চায়েতের প্রধান ত্রাণ বণ্টন নিয়ে দলবাজি করেছিলেন। যা নিয়ে ওই পঞ্চায়েতের অনেক সদস্য ক্ষুব্ধ। তাঁরা প্রধান বদল করতে চাইছেন। আমরা সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই এই পঞ্চায়েত দখল করব।’