এর আগে এনডিএ জোট শাসিত বিহারে করোনার পরিসংখ্যানে গরমিল লক্ষ্য করা গিয়েছিল। সেখানে প্রথম থেকেই করোনায় মৃতের সংখ্যা লুকানোর অভিযোগ উঠছিল! সেই অভিযোগের মামলায় চাপ দেয় আদালত। এরপরই বিহারে করোনায় মৃতের সংখ্যার পুনর্গণনা শুরু হয়। ফলাফল হাতে আসতেই চক্ষু চড়কগাছ হয়েছিল সকলের। এবার করোনায় মৃতের সংখ্যায় তথ্য গোপনের অভিযোগ উঠল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশেও! সেখানে করোনায় মৃতের সংখ্যা নাকি স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী প্রায় ৩ গুণ বেশি!
সম্প্রতি সাংবাদিক রুক্মিণী করোনায় মৃতের সংখ্যা তুলনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেন।এরপরই মধ্যপ্রদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। সেই প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-মে মাসের সময়ে মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে প্রায় ৫৯ হাজার জনের। এরপর সেই সংখ্যাটি পৌঁছে যায় ২.৩ লাখে। অর্থাৎ করোনাকালে যা প্রায় ২৯০ শতাংশ বেশি। যার মধ্যে ১.৭৪ লাখের মৃত্যু হয়েছে কেবল মে মাসে।
কিন্তু সরকারি তথ্যে এর কোনও উল্লেখ নেই। তাদের প্রকাশিত বুলেটিন অনুযায়ী মৃতের সংখ্যা এপ্রিল-মে মাসে প্রায় ৪ হাজার ১০০ জন। সাংবাদিকের করোনায় মৃতের তুলনামূলক তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। তবে এই গরমিলের প্রশ্ন যে প্রথমবার উঠছে এমনটা নয়, জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ ছিল, ভোপালের একটি শ্মশানেই করোনায় মৃত দৈনিক ৩ হাজার ৮১১ জনের দেহের শেষকৃত্য করা হয়। কিন্তু সেদিন মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সেখানে করোনায় মৃতের সংখ্যা ছিল ১০৪ জন। অর্থাৎ, গরমিল যে কোন পর্যায়ে পৌঁছেছে, তা এই ঘটনাতেই পরিষ্কার হয়ে যায়।