মঙ্গলবার সাড়া ফেলে দিয়েছিল ‘শুটআউট অ্যাট নিউটাউন’। সেখানের সাপুরজি আবাসনে রাজ্য পুলিশের এসটিএফের এনকাউন্টারে মৃত্যু হয় ২ দুষ্কৃতীর। এবার সেই নিউটাউন এনকাউন্টার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার ‘আসল’ সুমিত কুমার। শুক্রবার রাতে মোহালি থেকে তাঁকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের ইন্টারনাল সিকিউরিটি টিম।
নিউটাউন এনকাউন্টার কাণ্ডের তদন্তে নেমে বুধবারই সুমিত কুমারের নাম জানতে পারে পুলিশ। জানা যায়, সুমিত কুমারের আধার কার্ড-সহ অন্যান্য তথ্য ব্যবহার করে সাপুরজির আবাসনে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল। ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমার নামে এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে মনে করা হয় ভরত কুমার ও সুমিত কুমার একই ব্যক্তি।
পরে জানা যায়, সুমিত কুমার একজন আলাদা ব্যক্তি। দিল্লীতে অটো মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করতেন যিনি। সেখান থেকে পাসপোর্টও বানান। যিনি ভরত কুমারের অত্যন্ত পরিচিত। ফলে সুমিত কুমারের খোঁজ শুরু করে পুলিস। অবশেষে মোহালি থেকে সুমিত কুমারকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশের ইন্টারনাল সিকিউরিটি টিম।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ধৃত সুমিত কুমার স্বীকার করে নিয়েছেন যে, নিজের আধার কার্ড, পাসপোর্ট ভরত কুমারকে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন তা দিয়েছিলেন, তাঁর সঙ্গে নিউটাউন এনকাউন্টারে মৃত দুই গ্যাংস্টারের কোনও যোগ ছিল কিনা, সেইসব এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।