স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মতো দুই সেরা তারকা নেই অস্ট্রেলিয়ার কাছে ৷ সেইসঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি ব্রিগেড ৷ তাই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে এবার টেস্ট সিরিজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে। এমনটাই মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া দলে স্মিথ ওয়ার্নারের না থাকাটা খানিকটা কোহলি, রোহিতকে ছাড়া ভারতীয় দলের খেলতে নামার মতো ঘটনা। আমার মতে, স্মিথ-ওয়ার্নারের অভাব সিরিজের সব থেকে বড় ফ্যাক্টর হবে। ভারতীয় দলের কাছে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে ভারত চারটি টেস্ট খেলবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে অ্যাডিলেডে ৬ ডিসেম্বর। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল ১-৪ ব্যবধানে টেস্ট সিরিজে হারলেও পেসাররা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। সৌরভ বলেন, ‘ভারতীয় বোলাররা বিদেশে যথেষ্ট ভালো পারফর্ম করছে। ইংল্যান্ড সফরেও আমি দেখেছি বোলাররা ২০টা করে উইকেট নিয়েছে। আশা করি অস্ট্রেলিয়াতেও সেই সাফল্য ধরে রাখতে পারবে ভারতীয় বোলাররা।’ তবে একই সঙ্গে বিরাট কোহলিদের সতর্ক করে দিয়েছেন মহারাজ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দল দেশের মাটিতে বরাবরই শক্তিশালী। অনেকেই এবার অস্ট্রেলিয়া দলকে দুর্বল বলছে। আমি সেটা মনে করি না। ’উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে বল বিকৃতিকাণ্ডের জেরে এক বছরের জন্য নির্বাসিত হন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাঁদের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য চাপ বাড়ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর। আগামী সপ্তাহে স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফ্টের ভাগ্য নির্ধারণ হতে পারে।