বিজেপিতে থাকাকালীনই আক্ষেপের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। বলেছিলেন, ‘এই যে বাবার কোভিড হয়েছে, দলের কেউ খোঁজ নিয়েছে? বলা হয় দল একটা পরিবার। এই তার নমূনা। আমার মা হাসপাতালে এক পক্ষ কালের বেশি চিকিৎসাধীন। কেউ কোনও খোঁজ নেননি!’ এবার তৃণমূলে ফিরেই বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। অসুস্থ জেনেও তাঁর মাকে কোনও নেতা দেখতে যাননি, টেলিফোনে একবার খবরও নেননি বলে অভিযোগ শুভ্রাংশুর। একইসঙ্গে তিনি এ-ও জানান, এই মুহূর্তে মাকে সুস্থ করে ফিরিয়ে আনাটাই তাঁর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
প্রসঙ্গত, শুক্রবারই বাবার সঙ্গে তৃণমূল ভবনে হাজির হন শুভ্রাংশু রায়। মুকুল রায়ের সঙ্গে তিনিও পুরনো দলে প্রত্যাবর্তন করেন। এরপরই শনিবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুভ্রাংশু বলেন, ‘আমার মা অসুস্থ, কেউ খোঁজও নেয়নি বিজেপির। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন দেখতেও গিয়েছিলেন। অথচ তখন তাঁর যাওয়ার কোনও কারণও ছিল না।’ তাঁর দাবি, ‘একটা রাজনৈতিক দল এত জনসমর্থন নিয়ে জিতে আসার পর এক মাসও হয়নি, তাকে ৩৫৬-এর ভয় দেখানো, এজেন্সি দিয়ে বিব্রত করা, কোনও সময় কমিউনাল তাস খেলে সরকারকে বিরক্ত করা আমরা ভাল চোখে নিচ্ছিলাম না। মানুষ কী চায় ভোটের ফলে তো বলেই দিয়েছেন।’