২০১৭ সালে তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ। মাঝের ৩ বছর ৮ মাস কেটেছে পদ্মশিবিরে। অবশেষে গত কয়েকদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সপুত্র তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। গতকাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে ‘ঘর ওয়াপসি’র পরই তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করল রাজ্য পুলিশ। রাতেই তাঁর কাঁচরাপাড়ার বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও তাঁর বাড়ির সামনে মোতায়েন রয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করবেন তিনি।
প্রসঙ্গত, গতকাল মুকুল ও শুভ্রাংশুকে তৃণমূলের মঞ্চে স্বাগত জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুলের ঘর ওয়াপসিতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন, ‘ওল্ড ইজ গোল্ড’। অর্থাৎ পুরনোরাই খাঁটি। অন্যদিকে, মুকুল বলেন, বিজেপি করতে আমার ভাল লাগছিল না। বিজেপি করব না, তাই তৃণমূলে। বিজেপিতে কেউ থাকবে না। সবাই তৃণমূলে ফিরে আসবে। তিনি এ-ও জানান যে, বিজেপি ছাড়ার সবিস্তার কারণ আমি লিখিত ভাবে বিবৃতি আকারে পেশ করব।