ভোটের মুখে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপির হাত শক্ত করেছেন, যাঁরা গদ্দারি করেছেন, তাঁদের দলে ফেরানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর এই ঘোষণার পরই দলবদলুদের অনেকেরই তৃণমূলে ফেরার স্বপ্ন ভঙ্গ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন সোনালি গুহ।
একুশের নির্বাচনের মুখে টিকিট না মেলায় কাঁদতে কাঁদতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক। ফল ঘোষণার পরই টুইটারে ক্ষমাপ্রার্থনা করে তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা দিয়েছেন সোনালি। এরপর কালীঘাটে মমতার বাড়িতেও গিয়েছিলেন তিনি। কিন্তু, এখনও তৃণমূলে কামব্যাক হয়নি সোনালির। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে তৃণমূল ভবনে মমতার সাংবাদিক বৈঠকের দিকে চোখ রেখেছিলেন তিনি। দলনেত্রীর বার্তার পর কী ভাবছেন তিনি?
সোনালি বললেন, ‘’নিম্নরুচি বলতে দিদি কাদের বোঝাতে চেয়েছেন জানি। আমি তো দলের বিরুদ্ধে কিছু বলিনি। আমি বিজেপির থেকে টাকাও নিইনি। একটা ভুল হয়েছিল। যদি অপেক্ষা করতে হয় করব’। সোনালি আরও বলেন, ‘আমার বিজেপিতে যোগ দেওয়াটা অভিমানের জন্য। পরে টুইট করে জানিয়েছি যে, আমি ভুল করেছি। আমি মমতাদিকে ছাড়া বাঁচতে পারব না’। তৃণমূলনেতৃত্বের সঙ্গে তাঁর আর কোনও কথা হয়নি বলেও জানান সোনালি।