২০১৭ সালে তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ। মাঝের ৩ বছর ৮ মাস কেটেছে পদ্মশিবিরে। অবশেষে গত কয়েকদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে আজ সপুত্র তৃণমূলে ফিরে এলেন মুকুল রায়। আর তারই সঙ্গে ফিরে এল তৃণমূলের নির্বাচনী স্লোগান ‘খেলা হবে’ও। মূলত গেরুয়া শিবিরকে নিশানা করেই এদিন হ্যাশট্যাগ খেলা হবে স্লোগানে ছয়লাপ সোশ্যাল মিডিয়া।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে তৃণমূল ভবনে মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু ফের জোড়াফুল পতাকা হাতে তুলে নেওয়ার আগে থেকেই মিমের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই বিজেপি এবং নরেন্দ্র মোদী-অমিত শাহকেই ‘খেলতে’ ডাকছেন নেটিজেনরা। ভোটপূর্বের মমতার আহত পায়ের ছবি দিয়েও নতুন করে ‘খেলা হবে’ ধ্বনি ফিরে এসেছে। গেরুয়া বাহিনীর বিরুদ্ধে মমতাকে সামনে দাঁড় করিয়ে খেলার ডাক দিয়েছেন নেটিজেনরা।