আজ সকালে কুস্তিগীর সাগর রানা হত্যাকাণ্ডের ঘটনায় দশম ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লী পুলিশ। শুক্রবার গ্রেফতার করা হল অনিরুদ্ধকে। পেশায় কুস্তিগীর অনিরুদ্ধ স্বীকার করে নিয়েছেন, সুশীলের নির্দেশেই তিনি সাগর রানাকে পিটিয়ে হত্যা করেছিলেন। এদিকে, সাগর-হত্যাকাণ্ডে রোজই নয়া মোড় আসছে। শুক্রবার পুলিশ অন্য একটি সম্ভাবনার কথাও জানতে পেরেছে।
জানা গিয়েছে, ছত্রসাল স্টেডিয়ামে সুশীল কুমারের আখড়া থেকে ৫০-৬০ জন কুস্তিগীরকে নাংলোইতে অন্য আখড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাগর। সুশীল তা ভালভাবে নেননি। দুষ্কৃতি কালা জাথেড়ির ভাইপো সোনু মহাল জেরার মুখে এই ঘটনা স্বীকার করেছেন। সোনুর মতে, গত ৪মে ছত্রসাল স্টেডিয়ামে যা হয়েছিল তা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। সোনু এবং সাগরকে শিক্ষা দিতে চেয়েছিলেন সুশীল। পুলিশের দাবি, কুস্তিগীরদের অন্য আখড়ায় নিয়ে যাওয়ার জন্য নামী কোচ বীরেন্দ্রর সঙ্গে হাত মিলিয়েছিলেন সাগর। দু’জনকেই ঘটনার দিন ব্যাপক পেটানো হয়।