বিধানসভা ভোটে ভরাডুবির পর একদিকে যখন গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা, বারবারই সামনে এসে পড়ছে পদ্মবনের অন্তর্কলহ।
তখন অন্যদিকে ভাঙন অব্যাহত দলে। এবার যেমন দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২ হাজার কর্মী-সমর্থক। বুধবার বিকালে শানকিজাহান খেয়াঘাটের মাঠে আয়োজিত সভায় ওই সব বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক গণেশ মণ্ডল। তৃণমূল শিবির সূত্রে জানা গিয়েছে, বুধবার দলে নতুন যোগ দেওয়া কর্মীদের অধিকাংশই গোপালগঞ্জের বাসিন্দা। জোড়াফুল শিবিরের দাবি, শুধু কুলতলি নয়, রাজ্যে তৃতীয় বারের জন্য তাঁদের সরকার আসার পর থেকে গোটা জেলা জুড়েই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঢল নেমেছে।