পঞ্চায়েত নির্বাচনে গো হারা হার হয়েছে উত্তরপ্রদেশে। ধীরে ধীরে জনমত সরছে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে। সামনের বছরেই নির্বাচন, তার আগেই গভীর চিন্তায় দেশের সমস্ত কাজ ছেড়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে গভীর আলোচনা চালাচ্ছেন মোদি-শাহ। তার মাঝেই ফের বিজেপির উপর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আরও এক শরিক দল। উত্তরপ্রদেশে নিজেদের মান বাঁচাতে ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করতে নেমেছে। তালিকায় রয়েছে আপনা দল, নিশাদ পার্টির মত রাজনৈতিক দল কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলাতে রাজি নয় আরও এক আঞ্চলিক দল, শুলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান রাজভর জানিয়ে দিয়েছেন বিজেপির সঙ্গে জোটে গিয়ে উত্তরপ্রদেশে ভোটে লড়বেন না তারা।
তিনি এই বিষয়ে জানিয়েছেন, ‘বিজেপি ডুবন্ত জাহাজ, সবাই চড়লেও আমি চড়ব না। যখন সামনেই ভোট, তখন তাঁদের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের কথা মনে পড়েছে, আমরাই তাঁকে মুখ্যমন্ত্রী করেছিলাম। দীর্ঘ ৬৪ বছর ধরে আমাদের সমস্যা কেউ শোনেনি, এই সরকারও শোনেনি। অথচ এরা আশ্বাস দিয়েছিল অনেক কাজ করবে কিন্তু একফোঁটাও কাজ করেনি।’ প্রাক্তন মন্ত্রী ওমপ্রকাশ রাজভর জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশে শিক্ষক নেওয়ার সময় পিছিয়ে পড়া জাতিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের কাছে শুধুই ওরা ভোটা চাইতে আসে আর ভোট মিটে গেলে ভুলে যায়। উত্তরপ্রদেশে যারাই বিজেপির বিরুদ্ধে লড়বে তাঁদের সঙ্গেই আমরা জোটে যাব।
২০২২ যোগী নিজের কুর্সি বাঁচাতে রাজভরকে মন্ত্রীসভায় নিয়ে এসে জোট গড়তে চাইছিল কিন্তু সেই পথে যেতে রাজি নয় এই দলিত নেতা। তিনি স্পষ্ট জানিয়েছেন বিজেপির বিরুদ্ধেই তিনি উত্তরপ্রদেশে লড়বেন।