জনসংখ্যার নিরিখে সব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে কম সংখ্যক মানুষের টিকাকরণ হয়েছে। উত্তরপ্রদেশেই সব থেকে কম মানুষ অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। দু’ডোজ টিকা পেয়েছেন, এমন মানুষের সংখ্যাও উত্তরপ্রদেশেই সব থেকে কম।
কেন্দ্রে মোদী সরকারের মতোই উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ উঠেছে। কিন্তু আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিজেপির পক্ষে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর গদি থেকে সরানোর উপায় নেই বুঝে বিজেপির শীর্ষ নেতারা কোভিড মোকাবিলায় যোগীর প্রশংসা শুরু করেছেন। কিন্তু সরকারি পরিসংখ্যান সে কথা বলছে না। যোগী সরকার কোভিডে মৃত্যু রুখতে ব্যর্থ বলে আগেই অভিযোগ উঠেছিল। এ বার দেখা যাচ্ছে, টিকাকরণেও যোগী-প্রশাসন পিছিয়ে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত উত্তরপ্রদেশে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় মাত্র ৭৫,১৭৬ জন টিকা পেয়েছেন। এই হারে গোটা দেশের মধ্যে সবার শেষে উত্তরপ্রদেশ। প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের টিকাকরণের ক্ষেত্রেও যোগী সরকার পিছিয়ে। সে রাজ্যে ১৮ বছরের ঊর্ধ্বের জনসংখ্যার মাত্র ১২.১ শতাংশ প্রথম ডোজের টিকা পেয়েছেন। তা স্পষ্টতই জাতীয় গড় ২০.৫ শতাংশের তুলনায় অনেক কম। যোগীর রাজ্যের মাত্র ২.৫১ শতাংশ মানুষ দু’টি ডোজের টিকা পেয়েছেন। সেখানেও জাতীয় গড় ৪.৮ শতাংশের তুলনায় উত্তরপ্রদেশ অনেক পিছিয়ে। দুই মাপকাঠিতেই যোগী সরকার দেশের মধ্যে শেষ ধাপে।