ফলহারিণী পুজো করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কালো টি-শার্ট আর জিন্স পড়ে, হাতে মোমবাতি নিয়ে করলেন আরতি। চোখে ট্রেডমার্ক সানগ্লাস পরেই পুজোয় বসলেন মদন মিত্র। তবে কি এমন ঘটনা ঘটল যার জেরে পুজোয় বসতে হল মদন মিত্রকে! তিনি অবশ্য বলছেন, ‘আজকাল কিছু মানুষকে দেখলাম আমায় নিয়ে চিন্তিত। এমন কিছু মানুষ চাইছে মদন মিত্র খতম হয়ে যাক৷ মদন মিত্র ধ্বংস হয়ে যাক। কিন্তু কথায় আছে রাখে রাম, তো মারে কে’? তাই নিজের ফ্ল্যাটেই পুজো-আচ্চা করলেন তিনি ঘনিষ্ঠদের সাথে নিয়ে।
তবে তিনি পুজো করছেন বাড়ির লোক সেটা জানে না বলেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছেন তিনি। কিন্তু কারা ক্ষতি চাইছে মদন মিত্রের? কারও নাম বা পরিচয় ১৮ মিনিটের লাইভে তিনি বলেননি। শুধু বলেছেন, ‘যারা আমার ক্ষতি চাইছে তাদের অনেকেই আছেন, যাদের জীবনের চরম ক্ষতির দিনে আমি তাদের পাশে ঈশ্বরের মতো দাঁড়িয়েছিলাম। আবার এমন হতে পারে তাদের জীবনের চরম ক্ষতির দিনে আমি বন্ধুর মতো পাশে দাঁড়াব। আবার এও ঠিক হতে পারে, যারা যারা আমার ক্ষতি করতে চাইছেন, তাদের সুখে এমন বিঘ্ন ঘটবে যে তারা আমার কাছে এসে বলবেন,প্রভু না জেনে তোমার ক্ষতি করতে চেয়েছি’৷
নিজেকে সাধারণ মানুষ হিসেবে ঘোষণা করে কিছু ঘটনার উল্লেখ করেছেন তিনি। সেখানেই বলেছেন, ‘আমি ভোটে লড়তে গেলাম দেখলাম আমি-সহ আমার গোটা পরিবারের করোনা হয়ে গেল। আমার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। এসব কি আমার পাপের জন্যে হচ্ছে? নাকি আমায় কেউ অভিশাপ দিচ্ছে? আমার পাপ আমি বুঝে নেব। আমায় যারা অভিশাপ দিচ্ছেন দিন। আমি ফলহারিণী পুজো করছি তাই। আমি সকলের মঙ্গল কামনা করছি’।