প্রথম থেকেই কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লী সীমান্তে চলা কৃষক বিক্ষোভকে সমর্থন করে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রাকেশ টিকায়েত-সহ অন্যান্য কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ‘কেন্দ্র কৃষকদের দাবি না মানা পর্যন্ত আমরা তাঁদের সঙ্গে আছি।’ তাঁর দাবি, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জোর করে কৃষি আইন পাশ করিয়েছে। এই আইন বাতিল করতে হবে। এবং ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করে নতুন করে কৃষি আইন প্রণয়ন করতে হবে।
প্রসঙ্গত, শুরু থেকেই আন্দোলনরত কৃষকদের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন মমতা। যার প্রতিদান দিয়েছেন দিল্লীর কৃষক নেতারাও। পাল্টা সৌজন্য দেখিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে দিল্লী থেকে এসে বিজেপি বিরোধী প্রচার করে গিয়েছেন তাঁরা। সিঙ্গুর-নন্দীগ্রামেও প্রচার করতে দেখা গিয়েছে তাঁদের। রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে মমতার সঙ্গে যে সুসম্পর্ক শুরু হয়েছে, ২৪-এর লোকসভার আগে তা আরও পোক্ত করার লক্ষ্যেই রাজ্যে এসেছিলেন কৃষক নেতারা।
এদিন কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ফসলের ন্যূনতম দাম নিয়ে নতুন আইন প্রণয়ন করা হোক। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে। কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। ৭ মাস ধরে আন্দোলন চলছে, জোর করে আইন পাশ করেছে। কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এটা আমাদেরও দাবি।’
এদিন, কেন্দ্রের করোনা নীতি নিয়েও সরব হন মমতা। বলেন, ভ্যাকসিন দেওয়ার জন্য ৩৫ হাজার কোটি কোথায় গেল? রাজ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে আদালত। কিন্তু এরা এক কথা বলে, অন্য কাজ করে। আমরা নিজেরাই ভ্যাকসিন কিনে মানুষকে দিয়েছি। জনগণের জন্য কিছু করতে চাইলে বিভাজনের রাজনীতি করত না। রোজ এলপিজি, পেট্রোল, ডিজেলের দাম বাড়াচ্ছে। ভ্যাকসিনের ওপর কেন ৫ শতাংশ জিএসটি কেন? ভ্যাকসিনে জিএসটি বসিয়ে জীবণ-মরণের খেলা চলছে।