বিধানসভা ভোটের মুখে বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালদের সঙ্গে চাটার্ড বিমানে দিল্লী গিয়ে শাহের বাসভবনে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনিও। তারপর বিজেপির টিকিটে ডোমজুড় কেন্দ্র থেকে প্রার্থী হলেও প্রায় ৪২ হাজার ভোটের ব্যবধানে তাঁকে হারিয়েছেন এলাকার মানুষ। বেকায়দায় পড়ে যখন আবার সুর বদল করতে শুরু করেছেন তিনি, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করতে দেখা গেল ডোমজুড়বাসীকে।
এলাকায় রাজীবের নাম না করে একাধিক পোস্টার পড়েছে। যেখানে সাফ দাবি করা হয়েছে, ‘গদ্দার, মীরজাফরদের ডোমজুড়ে কোনও জায়গা নেই।’ পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কর্মী-সমর্থকদের আবেদন, যারা ভোটের আগে বিশ্বাসঘাতকতা করেছে তাদের কাউকেই যেন দলে ফেরানোর না হয়।
বিধানসভা ভোটের মুখে ডোমজুড় এলাকার যে সমস্ত জায়গায় ‘দাদার অনুগামী’ পোস্টার পড়েছিল। বুধবার সকালে ওই সমস্ত জায়গাতেই চোখে পড়ল একদম উল্টো দৃশ্য। পোস্টারে লেখা, ‘বাংলায় ও ডোমজুরে মীরজাফর ও গদ্দারের কোনও জায়গা নেই।’ একই সঙ্গে তৃণমূল নেত্রীর কাছে কর্মীদের আবেদন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন কোনও ভাবেই দলে ফেরানো না হয়। তাঁদের অভিযোগ, মন্ত্রিত্ব পেয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন রাজীব। শেষে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।