গত মাসে ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গত ৪মে থেকে এই নিয়ে ২২ বার মূল্যবৃদ্ধির সাক্ষী রইল দেশবাসী। বুধবার লিটারপ্রতি ২৩-২৫ পয়সা করে বাড়ল পেট্রোল। ২৩-২৭ পয়সা বৃদ্ধি পেল প্রতিলিটার ডিজেলের মূল্য। ক্রমেই সেঞ্চুরির দিকে এগোচ্ছে কলকাতায় পেট্রোলের মূল্য।
বুধবার শহরবাসীকে এক লিটার পেট্রলের জন্য খরচ করতে হবে ৯৫.৫২ টাকা। লিটার পিছু ২৪ পয়সা বাড়ল দাম। যে গতিতে জ্বালানির দাম বাড়ছে, তাতে পেট্রলে সেঞ্চুরি হাঁকাতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। ২৫ পয়সা মূল্যবৃদ্ধি হয়ে এদিন ডিজেলের দাম গিয়ে দাঁড়াল ৮৯.৩২ টাকায়। রাজধানী দিল্লীতেও একলাফে ২৫ পয়সা বাড়ল পেট্রোলের দাম। সেখানে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৫.৫৬ টাকা এবং ৮৬.৪৭ টাকা। এদিকে ইতিমধ্যেই মুম্বইয়ে সেঞ্চুরি করে ফেলে পেট্রলের দাম। যা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। বুধবার বাণিজ্যনগরীতে প্রতি লিটার পেট্রোল ১০১.৭৬ টাকায় এবং ডিজেল মিলছে ৯৩.৮৫ টাকায়।