কেন্দ্রের নয়া ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীর কৃষক আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সৌজন্য দেখিয়ে একুশের যুদ্ধে কৃষক নেতারা বাংলায় এসে বিজেপির বিরুদ্ধে তাঁকে সমর্থন জানিয়েছিলেন। এবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সেই কৃষক আন্দোলনের নেতারা। বুধবার নবান্নে মমতার সঙ্গে তাঁদের বৈঠক।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লী থেকে কলকাতায় এসেছেন কৃষক আন্দোলনের তিন প্রতিনিধি। ওই প্রতিনিধিদলে রয়েছেন কৃষক আন্দোলনের মুখ রাকেশ টিকায়েত-সহ দুই কৃষক নেতা অনুজ সিংহ ও যদুবীর সিংহ। তাঁরা রাত্রিযাপন করেছেন বড়বাজার গুরুদুয়ারায়। কলকাতায় কৃষক আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত নেতা অজিত সিংহ বারি জানিয়েছেন, বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেই টিকায়েত-সহ দুই কৃষক নেতা কলকাতায় এসেছেন।
তৃণমূলের কৃষক সংগঠনের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বুধবার দুপুরে ওই কৃষক নেতাদের সঙ্গে নিয়ে নবান্নে আসবেন। সেখানে কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবিতে ২০২০ সালের নভেম্বর মাস থেকে দিল্লীর সিংঘু সীমান্তে যে আন্দোলন চলছে, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।