সম্প্রতি ফুটবল বোর্ডের ভিতরে ঝামেলায় জেরবার হয়ে দেশের মাটিতে আয়োজিত কোপা আমেরিকা থেকেই নাম তুলে নিতে চেয়েছিল দল। তবে শেষ অবধি তা হচ্ছে না। কিন্তু এত সমস্যার মধ্যেও ব্রাজিলের পারফরম্যান্সে বিন্দুমাত্র খামতি নেই। গতকাল ভারতীয় সময় ভোররাতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে টানা ছয় নম্বর জয় সুনিশ্চিত করল সেলেকাও বাহিনী।
শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে প্যারাগুয়ের পারফরম্যান্স বেশ ভাল। সেই আত্মবিশ্বাসে ভর করেই ফের একবার নেইমার, ফির্মিনোদের বিরুদ্ধে মাঠে নেমেছিল এডুয়ার্ড বেরিজোর দল। গত ম্যাচ থেকে দলে তিনটি পরিবর্তন করেন তিতে। আলিসনের জায়গায় এডারসনকে গোলরক্ষকের দায়িত্ব দেওয়া হয়, পাশাপাশি ম্যাচ শুরু করার সুযোগ পান রবার্তো ফির্মিনো এবং গ্যাব্রিয়েল জেসুসও।
ম্যাচের চার মিনিটেই গোল করে সেলেকাওকে এগিয়ে দেন ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার। চিরাচরিত দুর্দান্ত ভঙ্গিমায় নয়, বরং স্ট্রাইকারের ভঙ্গিমায় সুযোগকে কাজে লাগিয়ে প্যারাগুয়ের জালে বল জড়িয়ে দেন প্যারিস সেন্ট জার্মেইনের তারকা ফরোয়ার্ড। তবে গোল খেয়ে পিছিয়ে পড়লেও পুরোদমে ম্যাচে ফিরে আসে বেরিজোর দল। বারংবার আক্রমণ হানতে থাকে ব্রাজিলের গোল লক্ষ্য করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাজিলের হয়ে রিচার্লসন চোখ ধাঁধানো দক্ষতায় গোলে বল জড়িয়ে দিলেও অফসাইডের দরুণ তা বাতিল হয়।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সেয়ানে সেয়ানে টক্কর চলতে থাকে। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দুই দলই। সময় ক্রমশ গড়ালে কড়া ট্যাকেল ও ফুটবলারদের কথা কাটা-কাটিতে ম্যাচের পারদ আরও চড়ে। প্যারাগুয়ে শেষ মুহূর্ত অবধি লড়াই চালিয়ে গেলেও ডিফেন্সভেদী ফাইনাল পাসের অভাবেই তাঁদের ভুগতে হলো। ম্যাচের শেষ সময়ে পরিবর্তিত হিসাবে নামা লুকাস পাকুইতার গোলে নিজেদের জয় সুনিশ্চিত করে ব্রাজিল। সেই গোলের পাসটি বাড়ান নেইমার।