ভোটে জেতার দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘আমি যে অঞ্চল থেকে জিতেছি, সেখানকার মানুষদের আমি ভুলব না। শত সমস্যার মধ্যেও তাঁদের কথা ভাবব। কারণ তাঁরা আমাকে না জেতালে এই মঞ্চটাই পেতাম না।’ একই কথা বলেছিলেন যেদিন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সেদিনও। যেমন কথা তেমন কাজ। বাইশ গজেও যেভাবে বুক চিতিয়ে লড়াই করতেন ল, রাজনীতির আঙিনাতে এসেও একই ভাবে ব্যাটিং করছেন মনোজ তিওয়ারি। লকডাউন হোক বা ঘূর্ণিঝড়ের মোকাবিলা, মনোজ একদম স্টেপআউট করেই খেলছেন বাংলার প্রাক্তন অধিনায়ক। এবার সিটিজেন্স রেসপন্স -এর সঙ্গে হাতে হাত মিলিয়ে ২৪ ঘণ্টার অক্সিজেন পরিষেবা চালু করলেন মনোজ।
জানা গিয়েছে, ‘অক্সিজেন অন হুইলস’-এর মাধ্যমে শিবপুরবাসীর বাড়িতে প্রাণবায়ু পৌঁছে দেবেন তিনি। শুক্রবার নিজেই টুইট করে এ কথা ঘোষণা করেন মনোজ। মন্ত্রী এদিন লেখেন, ‘সিটিজেন্স রেসপন্স-এর সাথে যৌথ উদ্যোগে শিবপুরের মানুষের জন্য আজ থেকে আমি চালু করছি হ্যাশট্যাগ অক্সিজেন অন হুইলস। আর ভয় নেই, এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনের ভিত্তিতে ২৪ ঘণ্টা এবার থেকে বাড়ি বাড়ি অক্সিজেন পরিষেবা পৌঁছে দেব আমরা। মনোজ তিওয়ারি সবসময় আপনার সাথে, আপনার পাশে।’