আগামীকাল তৃণমূল ভবনের বৈঠকে থাকবেন প্রশান্ত কিশোরও। তাকে নিয়েই ২০২৪-র লোকসভা ভোটের রণকৌশল ঠিক করবেন মমতা। এমনই শোনা যাচ্ছে। ২১ জুলাই নিয়ে বিশেষ পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। সেদিন এক মঞ্চে আসতে পারেন দেশেব অবিজেপি রাজনৈতিক দলগুলি। পুরো পরিকল্পনাটাই ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই খবর শোনা যাচ্ছে।
এই প্রথম ভোটে জয়ের পর নির্বাচিত প্রতিনিধিদের বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। একুশের ভোটে তৃণমূলের বিপুল সাফল্য ২০২৪-এ অবিজেপি দলগুলিকে নতুন অনুপ্রেরণা যোগাচ্ছে। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছিলেন বাঙালি প্রধানমন্ত্রী চাই। সেই ২০২৮-র ভোটকে পাখির চোখ করেই প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে রণকৌশল নির্ধারণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনই খবর শোনা যাচ্ছে। এখন থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চলেছে তারা।
করোনার কারণে একুশের ভোটের জয়ের বিজয় উৎসব করা হয়নি। তৃণমূল কংগ্রেস নেত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন করোনা মিটলে বড় করে বিজয় উৎসব করবেন। প্রয়োজনে ব্রিগেডে হবে সেই বিজয় উৎসব। সামনেই ২১ জুলাই। তৃণমূলের শহীদ স্মরণের দিনেই বিজয় উৎসব হিসেবে পালন করতে পারে তৃণমূল কংগ্রেস। সেদিন দেশের সব অবিজেপি দলগুলিকে এক মঞ্চে আনার ভাবনা চিন্তা করা হচ্ছে। তাই নিয়েও বৈঠকে আলোচনা হবে।