গত সোমবার বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করেছিল কেন্দ্র। জবাব দেওয়ার জন্য আলাপনকে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় শোকজ জবাব দিল্লীতে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। জানা গিয়েছে, কেন্দ্রের শোকজের জবাবি চিঠিতে বাংলার অধুনা প্রাক্তন মুখ্যসচিব যা জানিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরই ঠিক হবে, আলাপনের বিষয়ে কী পদক্ষেপ করতে চায় কেন্দ্র। সংবাদ সংস্থা এনএনআইকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক সূত্র।
এদিকে, নবান্ন সূত্রে খবর, চিঠিতে আলাপন জানিয়েছেন, মুখ্যসচিব হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করাই তাঁর প্রধান কর্তব্য ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁকে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে বেরিয়ে আসতে হয়েছিল। সেই চিঠি দিল্লীতে পৌঁছতেই এখন তা খুঁটিয়ে পড়া হচ্ছে। এরপরই এ বিষয়ে দ্রুত পদক্ষেপের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।