মাঝে অল্প সুস্থ হলেও এখন একদমই ভাল নেই মিলখা সিং। গতকাল আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। এমনকি শরীরে অক্সিজেনের মাত্রা খুব বেশি কমে যাওয়ায় হাসপাতালের আইসিইউ বিভাগে রাখতে হয়েছে মিলখা সিং-কে। কিছু দিন আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মিলখা সিং। তবে সে বার বাড়ির লোকের অনুরোধে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল।
সূত্রের খবর, গতকাল চণ্ডীগড়ের এক নামী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসক বলেছেন, “অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল তাঁর। তবে এমনি স্থিতিশীল রয়েছেন তিনি।” এ দিকে এই বিশ্বখ্যাত অ্যাথলিটের স্ত্রী নির্মল কাউরও মোহালির এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করায়, এখনও আইসিইউ-তেই রাখতে হয়েছে তাঁকে।
শোনা গিয়েছিল, সর্বপ্রথম মিলখা সিং-এর বাড়ির পরিচারক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর পরই বাড়ির সকলে করোনা টেস্ট করান। প্রথমে শুধুমাত্র মিলখা সিংয়েরই পজিটিভ রিপোর্ট এসেছিল। তবে শুরুর দিকে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ বা সমস্যা সে ভাবে ছিল না। তাই প্রথম দিকে বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করতে হয়। এর পর তাঁর স্ত্রী নির্মল কাউরও করোনায় আক্রান্ত হন। তাঁর নিউমোনিয়ার লক্ষণ ছিল। তাই তাঁকেও পরে হাসপাতালে ভর্তি করা হয়।