এতদিন আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই ছিলেন ভারতের সুনীল ছেত্রী। এবং তার পরে তৃতীয় স্থানে ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা অবশ্য চিলির বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে একটি গোল করে ছেত্রীকে ধরে ফেলেন। এখন দুজনেরই গোল সংখ্যা ৭২। তবে গতকাল মেসি ও সুনীল ছেত্রীকে পিছনে ফেলে দিলেন আলি মাবখউত। সংযুক্ত আরব আমিরশাহির তারকা ফুটবলার মালয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জোড়া গোল করেন।
সেই সুবাদে তিনি বর্তমান ফুটবলারদের মধ্যে দেশের জার্সিতে সবথেকে বেশি গোল করার নিরিখে সি আর সেভেনের ঠিক পিছনে দু’নম্বরে চলে এলেন। মালয়েশিয়ার বিরুদ্ধে আমিরশাহি ৪-০ গোলে ম্যাচ জেতে। ম্যাচের দুই অর্ধে দু’টি গোল করেন তিনি। ১৯ মিনিটে প্রথমবার প্রতিপক্ষের জালে বল জড়াল আলি। ৯০+১ মিনিটে দ্বিতীয়বার গোল করেন তিনি।
এই জোড়া গোলের সুবাদে আলি মাবখউতের আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়ায় ৭৩। ম্যাচ শুরুর আগে তিনি ৭১টি গোল করে মেসির সঙ্গে একাসনে অবস্থান করছিলেন। এই ম্যাচেই তিনি পিছনে ফেলে দেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকেও। ছেত্রীর আন্তর্জাতির গোল সংখ্যা ৭২। মেসিরও তাই। গতকাল কাতারের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ছেত্রী গোল করতে ব্যর্থ হন। যার ফলে নিজের দ্বিতীয় স্থান খুইয়ে ফেলেন তিনি।