বর্তমানে সোশ্যাল মিডিয়া নির্ভর যুগে সবকিছুই মানুষের হাতের মুঠোয়। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়াতেই বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিকর পোস্ট করা হয়। যা নিমেষেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি নজরে পড়ে হুগলি জেলা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। তিনিই বিষয়টি থানায় জানান। আর ওই ঘটনাতেই এবার লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হল।
সম্প্রতি রাজা চক্রবর্তী নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে একটি কুরুচিকর পোস্ট দেখা যায়। ওই পোস্টটিতে বলিউড ছবি ‘রামলীলা’র একটি দৃশ্য দেখা গিয়েছে। আদতে ওই দৃশ্যে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখতে পাওয়া গিয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টটিতে দীপিকা পাড়ুকোনের মুখ কেটে বসানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। বর্তমানে বেশিরভাগ মানুষই ইন্টারনেট নির্ভর। সোশ্যাল মিডিয়ায় নজর প্রায় সকলের। তাই খুব কম সময়েই মুখ্যমন্ত্রীর মুখ বসানো বিকৃত ওই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
কেউ কেউ ওই পোস্টটি দেখে বেশ উচ্ছ্বসিত হন। মজার ছলে শেয়ারও করেন। আবার এর পাশাপাশি নিন্দাতেও সরব হন অনেকেই। এহেন পোস্টটি হুগলি জেলা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চোখে পড়ে। আর তা দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন তিনি। অভিযোগ দায়ের করেন থানায়। সেই সূত্র ধরেই লালবাজার সাইবার ক্রাইমেও অভিযোগ দায়ের হয়েছে। তবে নিছক মজা করে ওই ব্যক্তি এহেন বিকৃত পোস্ট করেছে নাকি এর নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীকে নিয়ে এহেন কুরুচিপূর্ণ মিম ভাইরাল হয়েছিল ফেসবুকে।