গত পরশু মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যাওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। এবার কি তবে মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের দূরত্ব ঘুচতে চলেছে! সকলের মনেই প্রশ্ন, তবে কি ‘ঘর ওয়াপসি’ হবে মুকুলের? যদিও এই সাক্ষাতের পিছনে রাজনীতি নেই বলেই জানালেন অভিষেক। তৃণমূল যুব সভাপতির কথায়, “বিজেপি নেতার স্ত্রী হলেও উনি আমার মাতৃসম, তাই দেখতে গিয়েছি।”
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল রায়ের স্ত্রী হিসেবে ওনাকে দেখতে যাইনি। ছোট থেকেই ওঁদের চিনি। অত্যন্ত নিবিড় সম্পর্ক। উনি বিজেপি নেতা মুকুল রায়ের স্ত্রী হতেই পারেন, তবে আমার মাতৃসম। ছোট থেকেই ওনার সান্নিধ্য পেয়েছি। আমার খুবই কাছের। তাই যখনই ওনার অসু্স্থতার খবর পেয়েছি, ভেবেছি হাসপাতালে যাব। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।” একই সুর বিজেপি নেতা মুকুল রায়ের গলাতেও। তিনিও দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালের যাওয়ার নেপথ্যে কোনওরকম রাজনৈতিক সমীকরণ নেই।
বাবার সুরে সুর মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর মায়ের স্নেহের কথা জানিয়েছেন শুভ্রাংশু রায়। তিনি বলেন, “আমার মা ওনাকে খুবই স্নেহ করে। রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করেছেন অভিষেক।” রায় পরিবারের সঙ্গে একসময় বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পর্ক কতটা নিবিড় ছিল তা কারও অজানা নয়। পরবর্তীতে মুকুল ও শুভ্রাংশু দল ছেড়ে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। যার ফলে স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়েছে। যদিও দিন কয়েক আগেই শুভ্রাংশু রায়ের করা ফেসবুক পোস্ট তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।