গত মাসে ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার। মে মাসের শুরু থেকে ১৯ বার। সব মিলিয়ে মে মাসের পর থেকে ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৯৩ পয়সা। আর পেট্রোলের দাম বেড়েছে ৪ টাকা ৩৬ পয়সা।
শুক্রবার নতুন করে পেট্রোলে লিটার প্রতি দাম বেড়েছে ২৭ পয়সা। আর ডিজেলে দাম বেড়েছে ২৮ পয়সা। ফলে মুম্বইয়ে পেট্রোলের নতুন দাম লিটারপ্রতি ১০০ টাকা ৯৮ পয়সা। ডিজেল বিকোচ্ছে ৯২ টাকা ৯৯ পয়সা প্রতি লিটার দরে। রাজধানী দিল্লীতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৯৪ টাকা ৭৬ পয়সা ও ৮৫ টাকা ৬৬ পয়সা প্রতি লিটার। শহর কলকাতায় নয়া রেকর্ড গড়ে শুক্রবার পেট্রোলের দাম ৯৪ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম ৮৮ টাকা ৫১ পয়সা। বৃহস্পতিবার চেন্নাইয়ে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬ টাকা ৯২ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম ৯০ টাকা ৩৮ পয়সা প্রতি লিটার। দেশের বেশ কয়েকটি শহরে এই মুহূর্তে সেঞ্চুরির ওপরে বিকোচ্ছে পেট্রোল।