আজ, বৃহস্পতিবার করোনা পরিস্থিতির মধ্যেই থেকে ফের খুলে গেল তারকেশ্বর মন্দির। অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই মন্দির খুলল। সকাল থেকে মাইকিং করা হয়েছে। তবে মন্দির খোলা হলেও গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হয়েছে। আজ সকাল সাতটায় খোলা হয় মন্দিরের এক এবং দুই নম্বর গেট। বেশ কয়েকজন এদিন পুজোও দেন।
আজ মন্দির খোলার পর থেকে প্রতিদিন প্রাঙ্গন স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছেন পুর প্রশাসক স্বপন সামন্ত। সকাল ৭টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পুজো দেওয়া যাবে। তবে গর্ভগৃহে প্রবেশ নিষেধের জেরে লিঙ্গে জলা ঢালার ক্ষেত্রে একটি চোঙা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, আজ থেকেই মন্দির চত্বরে কয়েকটি দোকান খুলেছে। তাদেরও কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। পুর প্রশাসক জানান প্রথম দিন অল্প সংখক ভক্ত এসেছেন, তাঁরা কোভিড বিধি মানছেন কিনা তা নজর রাখা হচ্ছে।