আলটপকা মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা ভার। তিনি যতবারই মুখ খোলেন, সৃষ্টি হয় নতুন কোনও বিতর্কের। বিপ্লব দেব ও বিতর্ক যখন প্রায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে, এমন মুহূর্তে আবারও বেলাগাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘মে দিবসে ছুটি কীসের?’
কখনও ‘মহাভারতের সময়ে স্যাটেলাইট অস্তিত্ব’, আবার কখনও বা ‘শিল্প আনার থেকে গো-পালন ভালো’- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যগুলি একাধিকবার জায়গা করে নিয়েছে সংবাদমাধ্যমের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় সেগুলি নিয়ে ট্রোল করতেও বাকি রাখেননি নেটিজেনরা। এবারও তার অন্যথা হয়নি।
রবিবার গেজেটেড অফিসারদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা কি সচিবালয়ের শ্রমিক? আমি কি একজন শ্রমিক? না আমি মুখ্যমন্ত্রী। আর আপনারাও সচিবালয়ে সরকারি ফাইলপত্র দেখেন। কী ভাবেন, শিল্প সেক্টরে কাজ করেন আপনারা? না করেন না। তবে মে দিবসে ছুটি কীসের? কী করবেন ছুটি নিয়ে?’ এমন মন্তব্য করার সময় তাঁকে বেশ উত্তেজিত দেখায়।
প্রসঙ্গত, সম্প্রতি মে দিবসের ছুটি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে ত্রিপুরা সরকার। সেই নির্দেশ অনুযায়ী, এবার থেকে শুধু শিল্প-সেক্টরের কর্মীরাই ১ মে ছুটি পাবেন। যা নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গেছে সে রাজ্যে।
তবে একইসঙ্গে বিপ্লব জানান, সরকারি কর্মীরা চাইলে ‘ছুটি নিতেই পারেন’। কিন্তু তাঁর এ কথার সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন বিশেষ সতর্কবার্তা। তাঁর কথায় ‘আমরা নজর রাখব কারা ছুটি নিচ্ছেন। আর কারা নিচ্ছেন না।’ আসলে এ যে একপ্রকার প্রচ্ছন্ন হুমকিই, তা বুঝতে আর বাকি নেই কারও। বেফাঁস মন্তব্য তো ছিলই, এবার যোগ হল প্রকাশ্যে হুমকি। স্বাভাবিকভাবেই এমন ‘বৈপ্লবিক’ বাণী শুনে বেজায় চটেছেন ত্রিপুরাবাসী।