এবার টোকিয়ো অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন ক্যারোলিনা মারিন। বাঁ পায়ের এসিএল-এ মারাত্মক চোট রয়েছে তাঁর। আর তাই আসন্ন টোকিয়ো অলিম্পিক্স থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন তিনি। মঙ্গলবার সেই খবর টুইটারে জানিয়েছেন গত বারের অলিম্পিক্সে সোনাজয়ী এই স্প্যানিশ ব্যাডমিন্টন খেলোয়াড়। তাঁর হাঁটুর দুটো মেনিস্কাস গভীর ভাবে জখম হয়েছে। ফলে এই মুহূর্তে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। তাই কোর্টে নামতে পারবেন না মারিন। জাপানে বিপুল করোনা আবহের মধ্যেও আগামী ২৩শে জুলাই থেকে অলিম্পিক্স শুরু হওয়ার কথা।
এবিষয়ে মারিন টুইটারে লিখেছেন, “গত সপ্তাহে পরীক্ষা করানোর পর আমার এসিএল-এ বড় চোট ধরা পড়েছে। বাঁ পায়ের অবস্থা ভাল নয়। তাই খুব দ্রুত অস্ত্রোপচার করতে হবে। ফলে এখনই খেলায় ফেরা সম্ভব নয়। তাই অলিম্পিক্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।” উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি থেকে পরপর চোট-আঘাতে ভুগছেন মারিন। সেই সময় প্রায় ছয় মাস খেলার বাইরে ছিলেন। চলতি বছরের মার্চ মাসে এই বাঁ হাঁটুতে চোট পেয়ে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কয়েক দিন আগে অনুশীলন করার সময় ফের চোট পান ২৯ বছরের এই স্পেনীয়। তাই শেষ পর্যন্ত অলিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন তিনি।