এর আগেও বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন এবং তাঁরাও নানা রকমভাবে শাসক দলের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন। কিন্তু এখন যিনি রাজ্যপাল, তিনি প্রকাশ্যে টুইটের পর টুইট করে, সাংবাদিক বৈঠক করে, এমনকী, কখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়, কখনো বিশ্বভারতীতে, কখনো শীতলকুচি গিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন।
বাংলায় নির্বাচনে তৃণমূলের বিপুলভাবে জয়লাভের পরও একাধিক সময় কেন্দ্রীয় শাসক দল বিজেপির হয়ে সওয়াল করতে দেখা গেছে বাংলার রাজ্যপালকে। সাংবিধানিক পদের অধিকারী হয়েও রাজনৈতিক নিরপেক্ষতার ধার ধারেননি রাজ্যপাল জগদীপ ধনখড়।
উল্লেখ্য, বারবার রাজ্যপালের এহেন আচরণের জন্যে বিভিন্ন ভাবে সমালোচিত হতে হয়েছে তাঁকে। নিজের পদের অপব্যবহার করছেন রাজ্যপাল, এইরকম অভিযোগও এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ ওগড়ালেন তৃণমূলের সহ সভাপতি যশোবন্ত সিনহা। রাজ্যপালকে কটাক্ষ করে টুইটে তিনি লেখেন, “ধনখড়, পশ্চিমবঙ্গের রাজ্যপালই বাংলায় আসল বিরোধী দলনেতা।”