চলতি মাসেই ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে ৪ মে-র পর ১৬ বার জ্বালানির দাম বাড়ল। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফলে আরও চিন্তায় মধ্যবিত্ত।
এদিন দেশের তৈলসংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, সোমবার লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২৫ পয়সা। এর ফলে দেশের চার মহানগর-সহ সমস্ত শহরেই দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। চার মহানগরের মধ্যে সবচেয়ে উপরে অবশ্য দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ের নাম রয়েছে। গত ২৯ মে সেখানে ১০০ টাকা ছুঁয়েছিল পেট্রোলের দাম। সোমবার সেই দাম পৌঁছে গেল লিটারে ১০০.৪৭ টাকায়। এদিকে, লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২ টাকা ৪৫ পয়সা।
অন্যদিকে, রাজধানী দিল্লীতেও ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। সেখানে এক লিটার পেট্রোল কিনতে হলে গুনতে হবে ৯৪.২৩ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৮৫.১৫ টাকা। একই ছবি কলকাতারও। এখানে লিটার পিছু পেট্রোলের দাম ৯৪.২৫ পয়সা। আর এক লিটার ডিজেলের দাম ৮৭.৭৪ পয়সা। এছাড়া চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরেও পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। মধ্যপ্রদেশ, রাজস্থানের একাধিক শহরে ইতিমধ্যেই সেঞ্চুরি করে পেট্রোল-ডিজেলের দাম।