২০১৪ সালে লোকসভা ভোট জিতে দিল্লীর মসনদে প্রথমবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন করে এনডিএ জোট। আজ তার ৭ বছর পূর্ণ হলো। এই সাত বছরকে ‘সবকা সাথ সবকা বিকাশ’ এর সুরে বিজেপি ব্যাখ্যা করলেও ছেড়ে কথা বলছে না দেশের বিরোধী দলগুলি। আজ যেমন বিজেপির এই ৭ বছরের শাসনকাল নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র কটাক্ষ করল কংগ্রেস ও শিবসেনা।
কংগ্রেস এদিন মোদী সরকারের সাত বছর পূর্তি উপলক্ষ্যে একটি সাত পয়েন্টের ‘চার্জশিট’ তৈরি করেছে। কংগ্রেসের তরফে রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, কংগ্রেস সরকারের সমস্ত ভালো স্কিমগুলি পুনরায় তুলে ধরে নাম কেনার চেষ্টায় রয়েছে মোদী সরকার। এরই সঙ্গে কংগ্রেসের দাবি, মোদীর নেতৃত্বাধীন সরকার কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে যেমন অপারগ প্রমাণ হয়েছে, তেমনই কৃষকদের প্রতিও উদাসীনতা প্রকাশ পেয়েছে।
কংগ্রেসের তরফে এদিন দাবি করা হয়েছে, মোদী সরকার দিল্লীর সবচেয়ে দুর্বল সরকার। গত ৭৩ বছরে ভারতে যে সমস্ত সরকার এসেছে, তাতে মোদী সরকার সবচেয়ে দুর্বল। এদিন কংগ্রেসের তরফে বলা হয়েছে, ইউপিএ যখন সরকারে আসে তখন জিডিপি ছিল ৮.১ শতাংশ, আর মোদী জমানায় তা বর্তমানে কোভিডের আগে ৪.২ শতাংশে দাঁড়িয়েছে। এরই সঙ্গে বেকারত্ব বেড়েছে। কংগ্রেসের দাবি, মোদী সরকার দরিদ্র বিরোধী সরকার।
অন্যদিকে, মোদী সরকারের প্রথম ৫ বছরে তাদের শরিক ছিল শিবসেনা। পরে ২০১৯ সালের শেষে শিবসেনা মোদীর সঙ্গ ত্যাগ করে। এরপর এদিন মোদী সরকার মসনদে ৭ বছর পূর্ণ করার প্রেক্ষাপটে শিবসেনা দাবি করেছে যে মোদী সরকারের আত্ম-অনুসন্ধান প্রয়োজন। তাঁদের দাবি, মোদী সরকারের আমলে ধনীরা আরও ধনী হচ্ছে, আর দরিদ্ররা আরও দারিদ্রের শিকার হচ্ছেন। বেকারত্ব এই দেশের একটি বড় সমস্যা। কিন্তু সেসব নিয়ে মোদী সরকার সম্পূর্ণ উদাসীন।