মাস খানেক আগেই শেষ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। আর তারপর থেকেই শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল জ্বালানির দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম লিটারে ২৮ পয়সা বেড়ে যাওয়ায় আজকে থেকে কলকাতায় ডিজেলের দাম হল ৮৭ টাকা ৭৪ পয়সা।
এদিকে, দেশে আজ জ্বালানির এই দাম বৃদ্ধি পাওয়ায় সেঞ্চুরি করেছে পেট্রোল। বাণিজ্যনগরী মুম্বইতে আজ থেকে পেট্রোলের দাম ১০০.১৯ টাকা। কার্যত দেশের মূল মেট্রো শহরের মধ্যে মুম্বই পেট্রোলে সেঞ্চুরি করল। এর আগে রাজস্থান কিংবা মধ্যপ্রদেশের কিছু ছোট শহরে পেট্রোলের দাম সেঞ্চুরি করে। রাজস্থানের শ্রীগঙ্গানগর ও মধ্যপ্রদেশের ভোপালে ১০০ টাকা আগেই ছাড়িয়েছে পেট্রোলের দাম।আজ থেকে জ্বালানির দাম বাড়ায় মুম্বইতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.১৭ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৫.৫১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬৫ টাকা। বিশ্ব বাজারে পেট্রোল-ডিজেলের দাম কম থাকলেও দেশে লাগাতার হারে জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেজায় ক্ষুব্ধ আমজনতা।