করোনামুক্ত হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন সাহিত্যের দিকপাল বুদ্ধদেব গুহ। কোভিডের সঙ্গে দীর্ঘ লড়াই পার করে অবশেষে ফিরলেন তিনি। মাঝখানের ৩৩ দিন কেটেছে হাসপাতালে। অক্সিজেন, ওষুধ, পথ্য, শুশ্রূষা– সব মিলিয়ে যথাযথ যত্ন পেয়ে আপাতত সুস্থ তিনি।
প্রসঙ্গত, এপ্রিল মাসের শেষের দিকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বালিগঞ্জ ফাঁড়ির কাছে সানি টাওয়ারের ফ্ল্যাটে অতি সাবধানতায় থাকছিলেন তিনি, তার পরেও এ ভাইরাস ছাড়েনি তাঁকে। ৮৬ পেরিয়ে প্রায় ৮৭ বছর বয়স এবং উচ্চ ডায়াবেটিস, এই দুইই ছিল চিন্তার কারণ। কিন্তু একসময়ে বনেবাদাড়ে, পাহাড়ে, সাগরে দাপিয়ে বেড়ানো মানুষটি সমস্ত আশঙ্কা ও ঝুঁকি উড়িয়ে দিয়েছেন অফুরন্ত জীবনীশক্তি দিয়েই। ভাল হয়ে উঠেছেন কোভিড পার করে।
কোভিড ধরা পড়ার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে একদিন একটি হোটেলে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার পরেই ভর্তি হন হাসপাতালে। শ্বাসকষ্টের জন্য অক্সিজেন দিতে হয় তাঁকে। বুদ্ধদেববাবুর মেয়ে এবং গাড়ির চালকও করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁরাও সেরে উঠেছেন।