করোনা আবহে দেশের মাটিতে অর্ধেক খেলা হয়ে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। আগামী সেপ্টেম্বরে বাকি ম্যাচগুলি আরব আমিরশাহিতে আয়োজিত হবে। এরপর ভারতের বদলে টি-২০ বিশ্বকাপও সেখানেই আয়োজন করতে চাইছে বিসিসিআই। তবে এই বিষয়ে বোর্ডকে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে না নেওয়ারই পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার। তাঁর মতে, আগস্টেও যদি কোভিড পরিস্থিতির উন্নতি না ঘটে, তখন এই আসর আমিরশাহিতে সরানো যেতে পারে। তবে তার আগে পরিস্থিতির দিকে নজর দেওয়া প্রয়োজন।
নিজের কলামে কিংবদন্তি মুম্বইকর লিখেছেন, “ভারত এখন ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে চলেছে। তবে বিশ্বকাপের তো এখনও চার মাস দেরি রয়েছে। দেশে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অনেক শহরেই করোনা সংক্রমণের হার কমছে। তবে এটা ঠিক যে, ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এই বিপজ্জনক ভাইরাসকে নির্মূল করা প্রায় অসম্ভব। তবে অতীতে সার্স ও বার্ড ফ্লু’র বিরুদ্ধে সাফল্য পাওয়া গিয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। করোনার প্রথম ঢেউও দারুণভাবে সামলানো গিয়েছিল, যা এবারের লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে এর জন্য হয়তো একটু বেশি সময় লাগতে পারে।”
গাভাস্কার এক্ষেত্রে উদাহরণ দিয়েছেন ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের। এমনকী, অস্ট্রেলিয়ান ওপেন আয়োজনের কথাও লিখেছেন তিনি। তাঁর যুক্তি, “যে শহরে বারবার করোনা সংক্রমণ ধরা পড়েছে সেখানেও ভারতীয় দলের সফর কাটছাঁট করেনি অস্ট্রেলিয়া। কারণ, তার সঙ্গে জড়িয়ে ছিল অর্থ। ওদেশে কেউ ভারত সফর বাতিলের দাবি তোলেনি। শুধু তাই নয়, কোভিড সংক্রমণের মধ্যেই মেলবোর্নে হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন।” তাই সানির দাবি, “যারা এখনই ভারত থেকে টি-২০ বিশ্বকাপ সরিয়ে নিয়ে যেতে চায়, তাঁদেরকে আর কয়েকটা দিন অপেক্ষা করার অনুরোধ করছি।