মাস খানেক আগেই শেষ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। আর তারপর থেকেই শুরু হয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। দেশের বেশিরভাগ বড় শহরই যখন লকডাউন বা বিধিনিষেধের আওতায় রয়েছে, তখনও মহার্ঘ্য পেট্রোল-ডিজেল। তবে লক্ষ্মীবারে দাম বৃদ্ধির পরে শুক্রবারে স্থির জ্বালানির দর। যদিও আগের দিনের চড়া দামেই পেট্রোল-ডিজেল কিনতে হচ্ছে আমজনতাকে।
প্রধান চারটি মেট্রো শহরের মধ্যেই রাজধানী দিল্লীতেই তুলনামূলক সস্তা পেট্রল। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দর রয়েছে ৯৩.৬৮ টাকা। ডিজেলের দর রয়েছে ৮৪.৬১ টাকা। দিল্লীর মতো কলকাতাতেও লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ৯৩ টাকার উপরে। তবে রাজধানীর তুলনায় কলকাতায় ডিজেলের দাম অনেকটাই বেশি। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ৯৩.৭২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৮৭.৪৬ টাকা প্রতি লিটার।
চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দর রয়েছে ৯৫.২৮ টাকা। এখানে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৯.৩৯ টাকা। আবার, মুম্বইতে পেট্রোলের দর রেকর্ড গড়ার পথে। বাণিজ্যনগরীতে প্রায় ১০০ টাকা ছুঁইছুঁই পেট্রোল। প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৯.৯৪ টাকা দরে। প্রতি লিটার ডিজেলের দাম ৯১.৮৭ টাকা। তবে শুধু মেট্রো শহর নয়, দেশের ছোট-বড় একাধিক শহরে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। রাজস্থান, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকারও বেশি দরে।