ভারতে কোভিডের দ্বিতীয় ঝড় সামলাতে মোদী সরকার যে ব্যর্থ, সে কথা স্পষ্ট। দেশের মধ্যে সমালোচনা তো হচ্ছেই, সেই সঙ্গে একের পর এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম কখনও সম্পাদকীয়তে কখনও বা বিশেষ প্রতিবেদনে তুলোধনা করছে মোদীর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই নতুন ট্রেন্ডিং শুরু হয়ে গেল টুইটারে— হ্যাশট্যাগ ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি! অর্থাৎ ভারত মমতাদিকেই চায়।
প্রসঙ্গত, বাংলায় একুশের বিধানসভা ভোটে বিজেপিকে রুখে দেওয়ার পর থেকেই সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য গতিবিধি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আর এর মূল কারণ, তাঁর ব্যক্তিগত ক্যারিশমার কাছে পরাস্ত হয়েছে মোদী ম্যাজিক, অমিত শাহের রণনীতি। ইতিমধ্যে দেশের বিরোধী নেতা-নেত্রীরাও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন দেশে এই মুহূর্তে প্রধান বিরোধী মুখ মমতাই। এবার এই আবহেই টুইটার ছয়লাপ হল এই নয়া হ্যাশট্যাগে।
যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী বলেছেন, এটা (জাতীয় স্তরে মোদীকে মোকাবিলা করা) কোনও একার চেষ্টার ব্যাপার নয়। সমষ্টির ব্যাপার। বিজেপি বিরোধী শক্তিগুলোকে একজোট হতে হবে। কমন প্রোগ্রাম বানাতে হবে।