আবারও তীব্র আক্রমণাত্মক রাহুল গান্ধী। আবারও সমালোচনা করলেন কেন্দ্রকে। ব্যঙ্গ করলেন ‘আচ্ছে দিন’কে।
আজ, বৃহস্পতিবার দুপুর নাগাদ হিন্দিতে একটি টুইট করেছেন রাহুল গান্ধী। লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার– সোশ্যাল মিডিয়া, ভুয়ো ভাবমূর্তি। জনগণের অগ্রাধিকার– রেকর্ড মূল্যস্ফীতি, করোনার ভ্যাকসিন’। শেষে রাহুলের সংযোজন– এ কী আচ্ছে দিন!
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই রাহুল গান্ধীর সঙ্গে কেন্দ্রের এই রকম বাগযুদ্ধ চলছে। আজ, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীকে ‘শকুন’ বলে সমালোচনা করেছেন। রাহুল গান্ধী কেন্দ্রের কোভিড-তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে শ্মশানগুলিতে উপচে পড়া ভিড়, অন্যদিকে উত্তর প্রদেশ, বিহারে গঙ্গা নদীতে মৃতদেহ ভাসতে দেখা। এই নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস নেতারাও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি প্রতিবেদনের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘সংখ্যা মিথ্যা বলে না, তবে ভারত সরকার বলে’। এদিন ফের বিঁধলেন কেন্দ্রকে।