দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়েছে। আতঙ্কে জড়োসড়ো মানুষ। চলতি মে মাসে কোভিডের সংক্রমণ রীতিমতো লাগামছাড়া। উত্তর থেকে দক্ষিণ, জারি রয়েছে মৃত্যুমিছিলও। দেশের কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
অভিজিৎবাবুর মতে, করোনা খাতে ভারত সরকার যা খরচ করছে তা একেবারেই যথেষ্ট নয়,। তিনি জানিয়েছেন, দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের আরও বেশি টাকা খরচ করা উচিত ছিল। বাংলায় কোভিড পরামর্শ মন্ত্রকের সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এদিন সুদূর প্যারিস থেকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় না সরকার ঠিক কাজ করছে। জিডিপির অতিরিক্ত ২ শতাংশ খরচ করা কি সম্ভব নয়? হয়তো এমন পরিস্থিতিতে অধিকাংশ দেশই এর ১০ গুণ টাকা ধার করত। তবে কেন সেটা করা হচ্ছে না?”
উল্লেখ্য, অতিমারীর ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতে। এই সময়ে কাজ হারিয়ে বেকার হয়েছেন বহু মানুষ। গত চার মাসে দেশের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশ। কেন্দ্র সরকারের তরফে লকডাউন ঘোষণা করা না হলেও একাধিক রাজ্য নিজেদের মতো করে সেই পথে হেঁটেছে। ইতিমধ্যে এই বিশাল দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। দেশের মধ্যে নানা মহল সরকারের নীতির সমালোচনা করেছেন। এমনকী বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটও কার্যত তুলোধোনা করেছে প্রধানমন্ত্রীর ভূমিকাকে। এই পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎবাবু মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সরকারি পরিসংখ্যান বলছে ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সম্প্রতি সংক্রমণে কিছুটা লাগাম লেগেছে। যেখানে কিছুদিন আগে পর্যন্তও দৈনিক আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলেন সেখানে গতকাল দু লাখের নীচে নেমেছিল সংক্রমণ। তবে মৃত্যু হারে কোনও স্বস্তি দেখা যাচ্ছে না। এ পর্যন্ত করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।