ঘূর্ণিঝড় যশ-এর জেরে আজ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। শুধু আজ বুধবারই নয়, বৃষ্টিপাত চলবে আগামী ২৯ তারিখ পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার অর্থাৎ ৩০ তারিখ থেকে পুনরায় পরিবর্তন হবে আবহাওয়ার। কমবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং, দার্জলিং জেলায়।
অন্যদিকে, যশের প্রভাবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বইবে বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়া। ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে এই জেলাগুলিতে ঝড় হতে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি।কলকাতায় ঝড়ের বেগ হবে ঘণ্টায় ৬৫-৭৫ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি। এদিকে, ঠিক যতটা মনে করা হচ্ছিল, ততটা শক্তিশালী রূপ ধারন করতে পারেনি ঘূর্ণিঝড়টি। শক্তিক্ষয় হয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে অতি তীব্র এই ঘূর্ণিঝড়।