আর কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগিতা ইউরো কাপ। ইতিমধ্যেই তা নিয়ে ফুটতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা। এদিকে গতকালই আসন্ন ইউরো কাপের জন্য দল ঘোষণা করেছে স্পেন। কিন্তু সেই দল থেকে আশ্চর্যজনক ভাবে বাদ পড়েছেন বর্ষীয়ান ডিফেন্ডার সের্জিও র্যামোস। তাঁকে দলে রাখেননি স্পেনের কোচ লুইস এনরিকে। যদিও তিনি দলে নিয়েছেন স্টপার এমেরিক ল্যাপটকে। যিনি চলতি বছরেই ফরাসি নাগরিকত্ব ছেড়ে স্পেনের নাগরিকত্ব নিয়েছেন। ৩৫ বছরের রিয়াল মাদ্রিদ অধিনায়ক র্যামোস চলতি মরসুমে চোটের কারণে খুব বেশি ম্যাচও খেলেননি। পাঁচটি ম্যাচ খেলেন তিনি।
গতকাল ইউরো কাপের জন্য ২৪ জনের দল ঘোষণা করে সাংবাদিক বৈঠকে স্পেনের কোচ এনরিকে এ প্রসঙ্গে বলেন, ‘‘র্যামোসের মতো ডিফেন্ডারকে বাদ দেওয়াটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। ও চলতি মরসুমে এখনও খেলার মতো জায়গায় আসেনি। জানুয়ারি মাস থেকে খুব কমই অনুশীলন করেছে।’’ এদিকে, স্পেনের জাতীয় দলে র্যামোস না থাকায় রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলারই রইল না এবারের জাতীয় দলে।
স্পেনের ঘোষিত দল:
গোলরক্ষক- দাভিদ দা হিয়া, উনাই সিমোন, রবের্তো স্যাঞ্চেস।
রক্ষণ- খোসে গেজা, এরিক গার্সিয়া, এমেরিক ল্যাপট, জর্দি আলবা, দিয়েগো লোরেন্তে, মার্কোস লোরেন্তে, সেসার আথপিলিকুয়েতা।
মাঝমাঠ- ফাবিয়ান রুইস, পেদ্রি, সের্জিও বুস্কেৎস, রদ্রি হার্নান্দেস, কোকে, মার্কোস লোরেন্তে, থিয়াগো আলকান্তারা।
আক্রমণ- আদামা ত্রাওরে, পাবলো সারাবিয়া, দানি ওলমো, মিকেল ওয়েরসাবাল, ফেরান তোরেস, জেরার মোরেনো, আলভারো মোরাতা।